খোলা মাঠে প্রকৃতির কোলে বসে লেখা
     *******
***************
নীল আকাশের তলে
নীরস মেঠো মাটির ‘পরে—
বিভোর সমীর খেলা করে
সোনার শস্যকণার সনে—
নির্জনে নির্জনে ৷
সোনার বসন পরিহিতা,
সোনালি খড়ে আবৃতা,
সারে সারে দাঁড়িয়ে আছে—তাঁরা মধুমিতা,
বাতাসের তালে নৃত্য করে
নির্জনে নির্জনে ৷


আপনার ঘায়ে আপনার স্বরে,
তাঁরা তোলে মধুর সুর—
এ সুরে মাতিল যে চাষির অন্তঃপুর ৷
এমন প্রীত সুরের মাঝে
তার মন বসে না কোন কাজে ৷
আপন গলে গান ধ’রে সে
ছায়াতলে ব’সে—
সোনার অপ্সরার আবেশে ৷
বায়ের তালে বাজে তাঁদের পায়ের নুপুর,
নির্জনে নির্জনে ৷
       ********
            ***