এ লড়াই জিতবো মোরা সে তো জানি
যদি মানি ‘একলা চল’ একলা র বাণী ৷
লড়াই শেষে বলবো সবে এক সুরে,
মন্দির,মসজিদ বিপদকালে যায় যে দূরে,
না বাড়িয়ে সাহায্যের এ হাতখানি-
এ লড়াই জিতবো মোরা সে তো জানি ৷


সবাই আপন আপন ধর্ম ভুলে
সাড়া দিই এ মানবধর্মে দু-হাত তুলে-
এ মোদের সর্ব ধর্ম কর্ম হবে
বল জাত-পাত মেনে আর কি হবে ?
সবার কাছে পৌঁছে দেব মানব-বাণী ৷
এ লড়াই জিতবো মোরা সে তো জানি ৷


কু-সংস্কার আর গোঁড়ামি সব ছুঁড়ে ফেলে,
বিজ্ঞানকে তুমি এ বিপদকালে কাছে পেলে ৷
লড়াই শেষে বলবো মোরা একগলে,
ভোলাতে তোরা পারবি না আর কোনছলে-
আমরা ভারতবাসী-এ তো মোরা সবাই মানি ৷
এ লড়াই জিতবো মোরা সে তো জানি ৷