কাঠবিড়ালী তোমার সাথে
              খেলতে নেবে ভাই ?
এ শাখ হতে ও শাখে
              ছুটতে আমি চাই ৷
          *****
জানি আমি নিছক ছোটো
              তোমার গতি’র কাছে ৷
তবু আমি তোমার মতো
              চলবো তোমার পাছে ৷
          *****
তোমার ধরন,তোমার চলন
              মর্ম আমার চায় ৷
তোমার সাথে চলার পথে
              যেন গতি ধরে পায় ৷
          *****
তোমায় নিয়ে যাবো আমি
              কাছে এক ফলবনে ৷
সেথায় সদা খুকুমনি
              দেয় পাহারা একমনে ৷
          *****
তোমার চলন,নাচন দেখে
              যাবে সে যে সব ভুলি ৷
আমি ঐ সুযোগে চুপি চুপি
              কোঁছ ভরবো ফল তুলি ৷
          *****
মিলেমিশে ভোজ নেবো ভাই
              ব’সে শীতল ছায়াতলে ৷
অবাক হ’য়ে যাবে সবাই
              আমায় দেখে তোমার দলে ৷
          *****
অবাক হ’য়ে দেখো কি ভাই
              আমার এই মুখপানে ?
ভাবছো আমি ছল্ করি’
              মারবো তোমায় ঐখানে ৷
          *****
এ নাটক ছেড়ে চলো যাই
             ঐ খুকুমনি’র ফলবনে ৷
খেলা শেষে খাবো মোরা
              শাখে ব’সে আনমনে ৷
          *****
রাগবে না আর খুকুমনি,
              মোদের দেখে তাঁর বনে ৷
সেজে নতুন বিপিনরাণী
              উঠবে নেচে মোদের সনে ৷
          *****
তুমি-আমি নাচবো সখা
              খুকুমনি’র হাত ধ’রে ৷
উঠবে নেচে বনলতা
              জড়ায়ে ধ’রে বৃক্ষ রে ৷