প্রাণে আমার লাগিল পরশ শীতল সমীরণের—
ব্যথা সব উবে গেল শেষে ভাঙা হৃদয়ের ৷
আঁধার মোড়া এই হৃদয়ে ফিরে এলো আশার আলো,
স্বপন সারি মনের দ্বারে উঁকি দিতে এলো ৷


মনকানন সাজিল আজি নানা রঙের ফুলবাহারে,
আসছে হাজার প্রজাপতি মুক্ত কোমল কলি ঝাড়ে ৷
আসছে অলি গুনগুনিয়ে লুটিতে মধু সব ফুলেরি,
মনটি আমার পথিক হয়ে পথ চেয়ে আছে তারি ৷


কণ্ঠে আমার ফুটিল বোল রক্ত রাঙা ভোরের ডাকে,
গাহে যেমন ভোরের পাখি সবুজের ফাঁকে ফাঁকে ৷
মন আজি উঠিল নেচে নব সালের নব বরষায়,
মন আমার ডানা মেলে যাচ্ছে ভেসে নিবিড় কল্পনায় ৷


বর্ণহীন এ হৃদয় আমার আবার হ’ল বর্ণময়,
ছন্দছাড়া এ জীবনপথ আবার হ’ল ছন্দময় ৷
জীবন পেল নতুন ভোর ঊষালোকের বর্ণধারায়—
নতুন বাঁচার নতুন আশা জাগে আমার শিরায় শিরায় ৷
            
           *****************
                 ***********