প্রখর দিনের নীরসতা
বাদলের সহিত যুদ্ধরতা—
সমরজয়ী বর্ষা আনে
প্রাণের সজীবতা
শুকনো প্রাণে প্রাণে
গ্রীষ্মের অবসানে ৷


বর্ষা আসিয়াছে এখন
তাই পুলকিত প্রাণমন ৷
বায়ে বায়ে সুরভি ভাসায়
ভেজা ফুলবন ৷


নবপ্রাণের সুর বাজে—
শুকনো ঘাসের মাঝে,
জীর্ণ যারা চড়ায় চড়ায়
তারা,ব্যস্ত আপন কাজে ৷


ধূসর ধূসর প্রান্তর
ঢাকি' যায় সত্তর
নিবিড় ঘন সবুজাবরণে
দিকেদিগান্তর ৷


ধূলা যত বাতায় বাতায়
জমে গাছের পাতায় পাতায়,
ঝিরিঝিরি বারি বর্ষণে
তা সকলই ধূয়ি যায় ৷


মৃত্তিকা তাঁর পাষাণহৃদে
মেটায় পানিখিদে
তারি ‘পরে প্রাণসকল
মাতে আহ্লাদিদে ৷


অম্বরে চাতকপ্রাণ
গলে তোলে আনন্দগান ৷
ডোবায় ডোবায় ভেকদল
মেলায় প্রাণে প্রাণ ৷
*************
     ********
         ****
           **