সেদিনের কথা আমার আজও মনে পরে,
যেদিন মধুর গান বেজেছিল
গুনগুন রবে তোমার কণ্ঠস্বরে,
অশ্রান্ত পাখপাখালির সনে বনান্তরে ৷


পূর্ণিমা ও বসন্তের বিকেল বেলায়
পাখি দল ব্যস্ত ছিল খেলায় আর গানে ৷
সমীরণ তার মন্দ তালে ও নরম ছোঁয়ায়
গান জাগিয়েছিল সবুজের পাতায় ৷


সবুজ আজি নেই এখানে ৷
ধূসর প্রান্তর ইটের ইমারত
চেয়ে আছে অবিরত গগন পানে ৷
আবার আসবে তুমি কবে-কে জানে?


তুমি নেই-তাই বুঝি পাখিরা ভুলেছে গান
কেউবা হারিয়েছে ফিরে আসার পথ ৷
বসন্ত আসে নিয়ে তাঁর পাষাণ প্রাণ ৷
সবুজ পাতায় সমীরণ জাগায় না তান ৷


তব গান শুনি ক্ষণে ক্ষণে পূরবে,
তবে দেখা পাইনে তোমার ৷
আমায় বলে দিও তুমি আসবে আবার কবে?
র’ব পথ চেয়ে আপন মনে নীরবে ৷