*কবিতাটি ৯-১০ বছর আগের লেখা যাদবপুরে
****************
আমার জীবনে আজও আসে বসন্ত যেমন প্রতিবার আসে—
প্রাণবন্ত আর প্রফুল্ল নিশিদিন—আমায় ঘিরে থাকে ৷
এক নব মাধুরীতে এ প্রকৃতিও নতুন পুলকে
সাড়া দেয়—কোমল বাতাস আর বসন্তের পুলক নেশা
আমার হৃদয় মাখে বসন্ত সোনা রোদের সাথে ৷
বসন্তের লাবণ্য ফুটে উঠে দিকবিদিক ওই নীলাকাশে;
হীমশীতের সব ব্যাথা হতাশা পিছনে ফেলে প্রকৃতিও হাসে ৷
নব পল্লবে তরুরাশি প্লাবিত—মনে তাঁদের নব আশা ৷


আজ আমি শুনতে পাই না বসন্ত দূতের কুহু কুহু ডাক
সকালে-বিকালে—এ ধূলি ধূসর ইটের পাহাড়ের শহরে—
বসন্ত বায়ে,সোনা রোদে এ শহরের সবুজ স্নান করে ৷
তাঁরা আজ কি মানবসুপ্তির যবনিকা ছেদনে ব্যর্থ?
অথবা তাঁদের কণ্ঠ চাপা পড়ে আছে নব বসতির তলে ?
নাকি তাঁরা ডাকতে ভুলে গেছে এ শহরের কোলে—
নাকি হারিয়ে গেছে  তাঁরা কোন কালো রাতের গভীরে?
অথবা তাঁদের মধুর বুলি মিলা'য়ে যায় শহরের কোলাহলে ?
                     ***********
                           *****
                               *