ভালোবাসার গান গাইবো বলে
আসিয়াছি তোমার দ্বারে ৷
ভাই-ভ্রাতা সব ঈর্ষা ভুলি
সবে মিলে চলো আনি তুলি,
পথের পাশে পথের কোলে
আছে যত সব অনাহারে ৷
ভালোবাসার গান গাইবো
বলে আসিয়াছি তোমার দ্বারে ৷


মিতা-মিত্রের বন্ধন আঁটি,
শত্রুকুলের বাঁধন ঝাঁটি,
আনি তুলে চলো সবে মিলে
শায়িত যত ঐ রণ পারে ৷
ভালোবাসার গান গাইবো বলে
আসিয়াছি তোমার দ্বারে ৷
    
হিংসা-দ্বেষ সকল ভুলি,
ভাই মিত্রের বাঁধন তুলি,
চলো যাই ওহে সবে মিলে
শান্তিনীরের পাথার পারে ৷
ভালোবাসার গান গাইবো বলে
আসিয়াছি তোমার দ্বারে ৷


শান্তিবাণী বরাঙ্গে নিয়ে,
জগৎ বাতি বাহুতে নিয়ে,
চলো ওহে সবে মিলে
পৌঁছে দিই তাহা সবারে ৷
ভালোবাসার গান গাইবো বলে
আসিয়াছি তোমার দ্বারে ৷


ঐক্যের মাঝে ধরা সদাই
ধরার ‘পরে ঐক্য যে নাই ৷
পশ্চিম অথবা পূ্র্ব ভুলে
ওই সত্যই কইবো তারে ৷
ভালোবাসার গান গাইবো বলে
আসিয়াছি তোমার দ্বারে ৷