বিষণ্ণ এ খেয়াঘাটে
এখনও ভিড়ে নি কোনো তরী, প্রেমের টানে-
এ মাটির প্রাণে ৷
চেয়ে দেখে তবু এ খেয়াঘাট
দূরে ওপারের বিজন বাট-
আসে যদি কেউ হঠাৎ
বিষণ্ণতার ঘ্রাণে;
এ খেয়াঘাটে, ধূসর প্রেমের টানে ৷
খোলা আছে এ ঘাটের দুয়ার,
এসো হে অতিথি প্রিয়ার বেশে ৷
অমলিন করো এ পারাবার
মিলিয়ে তব প্রাণ এ বিষণ্ণ প্রাণে ৷
           *****
             ***
               *