বিশ্বাস করো তুমি তোমার কুঃসংস্কার ৷
আমি বিশ্বাস করি কেবল বিজ্ঞানের চিৎকার ৷
অগাধ বিশ্বাস তোমার কালাযাদু আর ঝাড়ফুঁকে,
নিবিড় বিশ্বাস আমার বিজ্ঞান আর ডাক্তারি কে ৷
তুমি ধর্ম মানো,তোমার ধর্মে তুমি আত্মহারা—
ধর্মে ধর্মে বিভেদ খুঁজে—বিভেদপ্রাচীর করো খাড়া ৷
আমি ধর্ম মানি—মানি কেবল মানবধর্ম,
এ ধর্ম শুধু মানুষ চেনে আর তার ভালো কর্ম ৷
‘মন্দির চাই,মসজিদ চাই’—এ বলো তুমি তোমার হুহুংকারে ৷
আমি চাই হাসপাতাল আর শিক্ষা—মানুষের তরে ৷
তুমি বানাও স্বার্থপর সমাজ অসাম্যের অধিকারে,
‘সাম্যের কথা’ বলি আমি আমার আপন চিৎকারে ৷
উচ্চরবে তুমি বলো মানুষে মানুষে বিভেদের কথা,
অসাম্যের নীতি আর মন্দির মসজিদ এর গাথা ৷
সপ্রেমে আমরা প্রচারি সাম্যের অভয় বাণী,
মানুষে মানুষে ভেদ নাহি—জানবে  এ সত্য খানি ৷
মন্দির মসজিদ আসিবে না মোদের বিপদকালে,
আসিবে বিজ্ঞান,আসিবে শিক্ষা মোদের যে কোন হালে ৷
              ***************
                    **********
                         *****