কাকের বাসায় অনায়াসে কোকিল পাড়ে ডিম,
কাক আপনভেবে সস্নেহে তাতে যে দেয় তা ৷
কোকিল ছানা বেশ খুসি থাকে—কাক কে ভাবে মা ৷
একদিন যায়,দু’দিন যায়—যায় আরও কতক দিন ৷
চলতে শেখে সে ধীরে ধীরে বোধ আসে তার শিরে—
ওড়া শিখে সুযোগ বুঝে চিনে সে এ সত্য টারে ৷
                      
সবাই বলে কোকিল চালাক—আমি ও তাই জানি ৷
কাকের মত দেখতে বলে—দেখায় না তো তার মাস্তানি ?
কাক বেচারা বোকার মত মেনে নেয় সে দাবি ৷
সে বুঝি হায় জেনে শুনেও হটে না কভু পিছু,
আদর ক’রে মা’র স্নেহে সুধায় সবারে—
দুষ্টুমি নয় শান্ত হ’য়ে বল্ তোরা আর কি খাবি ?
আমার মতে এর পিছনে আছে অন্য গূঢ় কিছু—
‘জীবের প্রতি জীবের সেবা’ নাকি জীবের ভালোবাসা?