প্রকৃতি আজি উদাস হয়ে চেয়ে আছে মোদের পানে,
একাকী তাঁহার সময় কাটে নীরবতার মূক গানে ৷
সৃজনসেরা জীব মোরা ভাই নেইকো আজি তাঁহার পাশে,
তাইতো বুঝি সময় ওরে মোদের দেখে শুধুই হাসে ৷


তপন আজি বিমুখ হয়ে দিচ্ছে কিরণ দগদগিয়ে
চাইছে বুঝি মনে মনে পোড়াতে তাঁর আগুন দিয়ে ৷
কষ্ট মোরা বড়ই দেখি একটু গেলে রোদের ‘পরে
অলস হয়ে বসে থাকি তাইতো সদা শীতল ঘরে ৷


বরষা কভু আসেনা যে সময় মতো ঢালতে বারি,
যায় সে ফিরে আগেভাগে গুটিয়ে সকল হাঁড়িটারি ৷
থাকি সকল জীব মোরা ভাই শুকনো মনে এ ভূবনে,
অপূর্ণ থাকে সবই মোদের যত স্বপন মনে ৷


মোরা সবাই দিন গুনি সর্বক্ষণ আসার তাঁরি,
পরের বার আসবে বুঝি নিয়ে সনে অগাধ বারি ৷
বরষা যবে আসে আবার নিয়ে তাঁহার জীবনধারা,
মনের ভিতর দুঃখ-জ্বালা গেলে মোদের তনুসারা ৷


কচিকাঁচা খেলছে না আর উল্লাসে ঐ কাদামাঠে,
বাদর বুঝি নির্জনে তাই খেলছে না আর মাটির সাথে ৷
চাতক কভু ধরছে না বাই ‘ফুটুক জল ফুটুক জল’.
বাদল ওরে তাইতো বুঝি করছে শুধু মোদের ছল ৷


বইছে না আর শীতল সমী বৃক্ষের ঐ ছায়াতলায়,
বসে না আর শ্রান্ত পথিক পথের ধারে শাখী র ছায় ৷
বায়ু সদা রাখে ধ’রে মরণ বিষ অঙ্গেতে,
তাইতো মোরা সবাই ডরি এই মরুতে শ্বাস নিতে ৷


প্রকৃতিসৃজন মোরা ও ভাই জন্মিলেম তাঁর ক্রোড়ে,
মনভরে নিলেম খালি কিছু নাহি দিলেম তাঁহার তরে ৷
সবুজ তার নীরব শ্বাসে নিচ্ছে দেখো যতটুকু,
ফিরিয়ে দেয় অনেক গুণে চেষ্টা শুধু সাম্যটুকু ৷


মোরা শুধু লঙ্ঘি রে ভাই প্রকৃতির এ নিয়ম গুলি,
বীরকর্ম করার আশায় ভীতির মুখোশ আনি তুলি ৷
এসো ওগো সবাই মিলে সুন্দর ধরা গড়ে তুলি,
আগামী মুখে ফুটিবে হাসি দায় নেবে সবে হিংসা ভুলি ৷