চারিদিকে বইছে বসন্ত,
তবুও শিশুটির গায়ে গরমের ফোস্কা কেন?
কত শত কাপড়ের ছড়াছরি,
তবুও শিশুটি উলঙ্গ এখনো?

শিশুটি আজও অভুক্ত,
আর আমার খাবার যাচ্ছে ডাস্টবিনে!
শিশুটি আজও ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়েছে,
আর আমি ভিজছি ফ্যানে।

রাতে রক্তচোষারা ডানা ঝাপটায়,
ঘাপটি মারি আমি দিনে;
শ্রমে ঘাম ঝড়াচ্ছে শিশুটি,
আমি আরাম কেদারা এনেছি কিনে।

তোমার ভালবাসায় ভাসছি আমি,
শিশুটি আছে ঘেন্নায়;
হাসছি আমি আজও আর,
শিশুটি আাছে কান্নায়।

এমনি করেই আছি আমি,
দিন কাটাচ্ছি দারুন সুখে;
তবুও আমি সুখী নই,
শিশুটি যে আজ নিদারুন শোকে।