বাসন্তীর বসন্ত এসেছে যৌবনে;
দীপ্তিমানের ঐ রাঙানো চোখে,
আমি হলুদ জন্ডিসে আক্রান্ত!
আর তুমি আছ সুখে?

কি জোরে বইছে বাতাস!
আমার স্বপ্নগুলো এলোমেলো;
বহুভাবে করছি চেষ্টা, বেঁচে থাকার;
আর তুমি আছ ভালো?

স্বপ্নগুলো আজ ভীষন মলিন,
রঙ হয়েছে ফিকে,
সুতীব্র যন্ত্রনায় কাতরাচ্ছি আমি,
সয়ে যাচ্ছি সব হাসিমুখে।

শুধু আশা জাগে মনে,
ক্ষণিকের এই রাত, অমাবস্যার ;
আবার উঠিবে উদয়নের রবি,
ঘুছিবে আঁধার।

সেই দিনটার স্বপ্ন দেখি আজ
ভীষন রকম ভাবে-
স্বর্গের দখলে র'ব আমি,
পৃথিবীটা তোমার-ই রবে।