শেষের শুরু তো অনেক আগেই।
যখন আমি বিচ্ছিন্ন বালিয়াড়ির ধ্যানে মগ্ন
তুমি এসেছিলে আমার আরাধ্যার মত,
আর ভেবেছিলাম, হয়েছি ধন্য।
কিন্তু না, সে দিনটা ছিল,
আর পাঁচটা দিনের মতই সাদা।
বরং ছিল কিছুটা জঘন্য।
ধুয়ে ফেলতে চাই, মুছে ফেলতে চাই-
অপরূপ ভোর, অনুপমা রাত্রি,
স্বপ্ন মাখা সে দিন,
ভেবেছিলাম জীবন যেন-
আজ বসন্তের রঙে রঙ্গিন।
ভুল ভাঙল আমার
তোমার নির্মম আঘাতে,
এ তো নয় বসন্ত,
নয়ত স্বপ্নের আলো,
এ যে ঘোর অমাবস্যা
চাঁদটুকুও কালো।


আজ আমি যে অনেক পক্ক।
সত্যি, সবই সময়ে হয়।
তবুও মাঝে মাঝে,
ডুকরে কেঁদে উঠে
কাঙাল এ হৃদয়।
শুধু ভাবি যদি পেতাম-
সেই টাইম মেশিন;
ভুলখানা শুধরে নিতাম।
এইখানে কেন ব্যর্থ আমার বিজ্ঞান?