তোকে নিয়ে বাঁচতে ইচ্ছে করে,
নতুন করে ভাবতে ইচ্ছে করে।
বলতে ইচ্ছে করে খুব-


চলনা কোথায়ও ভেসে যাই,
দুরে কোথায়ও উড়ে যাই;
যেথা মেঘ ঘুড়ি উড়ায়,
পাখীরা সব উড়ে বেড়ায়,
রামধনুরা পেখম তোলে নাচে।


চলনা কোথায়ও দুরে যাই,
জুঁই-মালতীর বনে যাই;
যেথা রোদ নেয়ে যায়
কোকিল ছানা গেয়ে যায়,
চাঁপা ডালে বসে।


চলনা কোথায়ও ঘুরে আসি,
চাঁদের কিরণ মেখে আসি;
নদী যেথা মিশে যায়,
সেই সাগরের কাছে আয়,
সেই সিমানার প’রে।


যেথা চাঁদ কয়রে কথা,
তারার হাসি ভুলায় ব্যাথা;
সেই পরীদের দেশে যাই,
চলনা সেথায় মিশে যাই।
রাত বিরেতে কইব কথা,
ভাঙব মোদের নিরবতা।
সেই পরীদের দেশে যাই,
চলনা সেথায় মিশে যাই।