অনেকটা পথ এসেছি চলে,
যেতে হবে আরও অনেক দুর।
পেয়েছি অনেক কিছু, তবুও গাই,
হারানো গানের সুর।
পেছনে কি তাকাব ফিরে?
কি কি এলাম ফেলে।
না, তা হয় না, আমি যে পথিক,
এগুতে হবে আমায়, যেতে হবে চলে।
রোদটা এখন ঝাঁঝালো বেশ,
ক্লান্ত আমি, একটু নিচ্ছি জিরিয়ে
যাহা কিছু ছিল পিছুটান,
সবইতো দিয়েছি ফিরিয়ে।
ছায়াটা এখনো আছে ভাল
গাছটা যে এখনো বেঁচে।
জানি না কখন যায় চলে,
সময়ের স্রোতে ভেসে।
না পাওয়ার গ্লানি আজও আছে,
এখন তো সবই আপেক্ষিক।
খুঁজে পাওয়ার আনন্দে ভাসব একদিন,
যশ ছড়াবে চারিদিক।
তখন তুমি খুঁজবে আমায়
বাড়িয়ে আপন হাত।
রইব না আর আমি পাশে
পেরিয়েছি ঐ পথের বাক
জাগতিক স্বপ্নগুলো আছে তোমাতেই
সবই তো এক মায়া
আমি বুঝেছি, ছেড়েছি সব
চলে আস তুমিও,
ছাড়ো এই কায়া।