স্বপ্নের জোয়ার আসে মনে সর্বক্ষন,
মনে হয় সবে বাঁধি সুরের-ই বাঁধন।
বাঁধিতে বাঁধিতে সুর নাহি পাই শেষে;
সা রে গা মা পা ধা নি সা সকল-ই আবেশে।
তুলি হাতে এঁকে ফেলি কত রামধনু,
কখনো যে রাস আঁকি, গোপী সঙ্গ বেনু।
প্রভুর আশ্রয়ে হেথা সুখী আছে সব;
চারিদিকে আজ দেখো, সাঁজো সাঁজো রব।
শ্রষ্ঠা অতি দয়াবান সৃষ্টির-ই মাঝার,
সবেতেই সুখী তিনি আনন্দ অপার।
সৃষ্টি সুখ নাহি পায়, খুঁজে ফেরে সব,
বাহু জোরে পালিত সুখের-ই উৎসব।
জোর করে সুখী হলে সে তো সুখ নয়,
সেই ক্ষণে স্থাপিত দুঃখের আলয়।
যদি সুখী হতে চাও খুশি রেখো মনে;
আশ-পাশ খুশি রেখো, হর্ষিত বদনে।
রেখো তুমি মনে সদা প্রভুর এই বাণী,
আশ রেখো কম, সুখ দেবে হাতছানি।
চিরসুখী হতে চাও ভুবন ভিতর-
তিষ্ঠ হেথা ক্ষণকাল ওহে পথিকবর।