যেথা তনু রহে অমল,
উচ্চ রহে শির;
সেই বিচারে মম মন,
রেখো প্রভু স্থির।
উচ্চ বাণী, উচ্চ স্বর,
যেই ভাবেতে রয়;
সেই চিন্তা মম মনে-
নাহি যেন হয়।
জ্ঞান-দীপ যেথা মেলে,
তপন সম আলো;
অন্ধ আচার মন যেন-
নাহি করে কালো।
নিজ নেত্রে যাহা ঠিক,
জগৎ উপকৃত;
সেই চিন্তায় মন যেন,
হয় বিকশিত।
আপন হারায়ে আমি-
ভালবাসি পর;
স্বজনেরে কভু মন-
না ভাবে ইতর।
কর্মণ্যতা সদা মোরে-
করিতে চারিত;
সেই ধর্মে ওগো প্রভু
কর জাগরিত।