(হায়)         নিঃস্তব্দতায় কাটছে প্রহর;
                শত বিনিদ্র রাত্রি।
                রক্তবীজ ঝাপটাচ্ছে ডানা,
                পৃথিবী যেন মৃত পথযাত্রী।


(দুঃখ)        জীবন আজ যৌবনে হেরেছে,
                শিক্ষা হেরেছে ধর্মে;
                সততা হয়েছে পণ্য আজ,
                লালসা ঢুকেছে মর্মে।


(বিশ্বায়ন)     শান্তির বাণী এসেছে নেমে!
                সংহার-ই হবে গন্য;
                শ্রেষ্ঠ সৃষ্টি লালায়িত অদ্য,
                সৃষ্টি ধ্বংসের জন্য।


(মানবতা)    মায়ের আঁচল ছেড়েছে কবেই
                মমতা ডাকেনা আর;
                ধ্বংসলীলায় মত্ত ওরা-
                মূনুষ্যত্ব ছাড়খার।


(জানি)       এদিন যাবেনা এমনি করে,
               ছুয়েছে সীমানা শেষ।
               মাতৃক্রোড়ে ফিরবে আবার;
               ঘুচিবে সব দ্বেষ।


(আশা)      ধরণী হবে শান্ত আবার,
               মুছিবে সব গ্লানি;
               আবার দেখব স্বপ্ন সুন্দর,
               গাইব সুখের বাণী।