নীল গগন এখন স্বপ্নে দেখি;
বাস্তবের আকাশটা বড্ড কালো।
শুধুই কাঁচা বারুদের গন্ধে ভরা।
রাতের জোৎস্না লুকিয়েছে এবেলা,
পাথর খচিত বহুতল বাড়ির আড়ালে।
আমরা এখন আর মানুষ নই;
মানুষগুলো হত অন্যরকম।
হানা-হানি, দপা-দপি, জুরা-জুরি,
এইভাবেই অস্তিত্বের জানান পাই।
কখনো ইরাক, কখনো সিরিয়া,
কখনো বা বাণিজ্য নগরী মুম্বাই।
হে মহান সভ্যতা-
লও তোমার বিশ্বায়ন,
আঘাত হানো এই মেকি সমাজে,
ফিরাও শান্তি, চির সবুজে ভরা।
চলতে চলতে এগিয়ে তো এলাম অনেক,
একবারও কি ভেবেছি মোরা,
অনেক কিছুই তো পেলাম,
বিনিময়ে কতটা হারালাম?