যে শালারা এখনো পড়ে আছে
ঐ প্রি-লোডেড মস্তিষ্ক নিয়ে কাম নাই
কাজ নাই সারাদিন তন্ন তন্ন করে খুঁজে
বেলা শেষে নিয়ে আসে সাম্প্রদায়িকতার
ডেগচি ভরা ঈর্ষার লবণ বিভাজনের
মশলা আর মুখস্ত করা এক কড়াই
বাংলা তেল;
আর আমরা না খাওয়া ভোদাই বাঙালি
সেই সব মল মুত্র মধু ঘৃত সহযোগে
পরম তৃপ্তিতে চেঁটে পুঁটে খেয়ে লেজ
নাড়তে নাড়তে কৃতজ্ঞতায় প্রভূর
পায়ের ধুলো শুঁকতে শুঁকতে নিজের
কান মাথা ঘাড় সঁপে দিতে দিতে দেই ছুট;


প্রভূ,
আমাকে একটা ভাইরাস দাও
আমি বেছে বেছে ঐ শালাদের
নিঃশ্বাসে এখনি ঢুকিয়ে দিয়ে আসি
তবে ঐ সব জ্ঞান পাপীর যেন মৃত্যু দিও না
শুধু অনাদি কাল যেন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে থাকে
ওরা তো তাই চেয়েছিলো ওরা তো মরতে চায় নাই    
ওদের কবুল করো;
আর আমাকে একটা একচোখা অন্ধ ভাইরাস দাও।