আগুনের ভেতরেও কি জ্বলে কোন আগুন?
আগুনকে পোড়াবার জল কি তোমার চোখে?
ধরেছে প্রেমের জাহান্নাম থরে থরে সাত তবক
সাজানো আসমান পৃথিবীর নীচ তলাটির টিকিট
কেটে হেটে হেটে চলে যাবো তুমি আমি মেটে ইঁদুরের
গর্তে যে একদিন লাশ হবো সেদিন আমাদের বুকের ভেতর
এই যে শব্দ থেমে গেছে ঠোঁটের কাছে ফিসফিস ভালোবাসি বলা
প্রিয়া তোমাকে যে নিয়া এই হাতে কবিতার খসড়াগুলো মুড়ে মুড়ে
আমাদের স্বপ্নকে ভরবো ঠোঙার ভেতরে রেখে দেবা আমাদের জীবন
আমাদের গল্পেরা একদিন হাস হবে ভাসবে পলি ভরা নদীর পৃষ্ঠ ভাগে
একদিন ছড়িয়ে তো যাবে কৃষকের ক্ষেতের উপড় আমাদের প্রেমের সব সার
জন্ম দেবে নতুন কথার গল্পের ফসল মানুষের মুখে মুখে ফুটবে স্নিগ্ধতার ধান
শস্যগুলো কেটে নেবে অনাগত ভবিষ্যত ওরা তো জানবে না চিনবে না একদিন
দেখা হয়েছিলো আমাদের যে নাতিশীতোষ্ণ বদ্বীপের ভেতর হেটেছি আমরা বহুকাল...