সাদামাটা মুখ তার
কৃত্তিমতাহীন সহাস্য কী সহজ
একদিন প্রেম তার সবুজ ঘাসে বিছায়ে
মুখোমুখি বসেছিল বোশেখের বিকেল
তখন হলুদ হলুদ রোদ নরম হয়ে এলে
সেই দিন উদ্দাম সময় বাদামের মুঠোয়
পুড়ে চলে গেছে চটকানো মশলার লবণ
মাখাতে আর মনে নেই;
শুধু মাখামাখি হয়েছিল দুই জোড়া চোখ
পরস্পরে যেই সন্ধ্যা হতো স্বপ্ন ভাঙার মতো
ঘুম ভেঙে চলে যেতে হতো;


এখনও বোশেখ আছে হলুদ রোদ আছে
জীবনের ক্লেদ মাখা স্বেদ আছে শুধু
সেই মাঠে ঘাস আছে নতুন ফড়িং আছে
নতুন জোড়া জোড়া চোখ;
আমাদের প্রেম শুধু ক্ষয়ে যাওয়া মাঠ
ছেড়ে ঘাসহীন উদ্যানে অভিমানে আশ্রয়
খুঁজে খুঁজে নিয়েছে শোক;