বসন্ত বিকেল
তবু উধাও কোকিল
তোমার ছায়া নেই
শাড়ীর গন্ধ মুছে
গাঙ শালিকের ডানায়
মিশে গেছে পেছনের স্বপ্ন।
উদার ও আকাশের নীলে
তবু ব্যাথা
তবু কথা যে অনেক বাকি;
আর একদিন এসো
ডাগর চোখে
আর একবার চেয়ে দেখো
হৃদয়ের মরুভূমির উষ্ণতা মেপে
দূরের মরা গাঙে শীতলতা নেই
হাহাকার ছিঁড়ে কেউ পানকৌরির
রঙে সাজিয়ে তুলবে অনধিকারগুলো
নিশ্চুপ পাখনায় হঠাৎ আলোড়িত
ঈগল শিকার ছেড়ে তাজ্জব হবে।
কবে তুমি ঘর ছেড়ে বেরুবে উঠোনে
খয়েরি মেঘের বৃষ্টিতে ভিজে;
কি আনন্দের খই যে তোমার ঠোঁটে
গোলাপের মত ফুটে রঙহীন লাগবে তখন।