দাঁত বের করে এসেছে লেজহীন হনুমান আজ
খ্যাপারে খেপিয়ে দিলে যেমন কিড়মিড়িয়ে আসে ঝাঁজ
পিয়াজ হলুদ মাখা জিভের ভেতর থাকে উৎকট গন্ধ
মুষিকের মত চেঁচিয়ে মরছে যদিও
কালো খবিশের দুয়ার বন্ধ!
আজ ধর্ষন চেতনায় তার পড়েছে হঠাৎ আঘাত
আজ শয়তানি চাল তার হয়ে যায় শুধু বরবাদ!
আজ গোমড় ফাঁস করে তার লোলুপ চোখে
মরিচ দিয়েছে ডলে সবখানে সব লোকে!
তাই হাই তোলে বাংলায় ন্যাংটাবাদের ঢেকুর
মুখে ঝাটা আর ঝামা ঘষা খেয়ে যে কুকুর
আজ বলছে পালাই পালাই- জানাই শুকুর!