তোমার ভেতর বিদ্রোহ খুঁজোনা
দ্রোহের ভেতর
নিজেকে জন্ম দাও!
আমার কথায়
হলে না হতবাক!
জানি রে তুমি নিজেই এক যে অবাক!!
তোমার বুকের পাঁজর ভেঙো না
মিথ্যাবাদীর পাঁজর ভেঙে যাক!
সত্যটাকে সঙ্গি করে নাও
সত্য তোমার সঙ্গি হতে দাও
মিথ্যা জানবে সদাই পরাজিত
সাহস করে তো একটু 'ফু' দাও!
দেখবে কেমন
মিথ্যা গেছে যে উড়ে!!
মিথ্যার ভূত সদাই যাবে দূরে
একটু যদি রে শুধু ধাক্কা মারো
মিথ্যা শালার বাজবে দেখো বারো!
সত্য জানবে ক্ষুদ্রও যদি হয়
বোমার মতন ফুটবে হবেই জয়!
মিথ্যা তো চিরদিনের শুধু ক্ষয় ...