কঠিন শব্দ দিয়ে জব্দ
করতে আমি জানিনা ।
পৃথিবীর তাবৎ ইতিহাস
জেনে লিখতে হবে?
তা মানিনা ।
শালিকের হলুদ ঠ্যাং দেখতে কি
দাদু যেতে হবে জাদুঘরে ।
এত কিছু শিখে কয়জনে বল হয়েছে
সাধু ওরে ।
শিম,লাউ,পটলের মাঁচা, বাবুই,
টুনটুনি,কাকের বাসা ।
ধানক্ষেত, বুলবুলি ,ইদুর,বিড়ালগুলি
হয় যদি কবিতার ভাষা ।
আর,সকলেই চেখে নেয়
কবিতার রস প্রাণ ভরে ।
সেইতো স্বার্থকতা
থাক কবিতার খাতা,
পাঠক,লেখক ঘরে ঘরে ।
বুঝবে কবিতা কুলি
কৃষক মজুরগুলি
বুঝবে জেলে মাঝি
মুচি ও মেথর !
এসো সবে কবিতার ভেতর !!