আমাদের এ বিচ্ছেদ জীবন
একদিন বিদ্রোহের রূপ নেবে;
প্রশান্ত মহাসাগরে অশান্ত ঝড়
উথলে উঠবে একদিন;ফাল্গুনের চাঁদ
থাকবে আমাদের শিয়রে।
সেদিন ফিরে পাব উষ্ণ জীবন
আমাদের; জমাট জড়তা যাবে কেটে
বরফের পাহাড় গলবে সেদিন;
পথ খুঁড়ে খুঁড়ে চলবে নদী ধূসর
মরুর বুকে ।
গাঙচিল উড়বে আবার তার দীঘল
ডানায়; সমুদ্রের বেলাভূমির
আকাশে আকাশে ।
বাতাসে বাতাসে উড়বে আবার
নরম গন্ধের ঢেউ; চলে যাবে মাঘ,
পউষ, কুয়াশায় কুয়াশা ভরা নীল
অন্ধকার রাত ।