পেঁচার গায়ের ঘ্রাণ ভেসে আসে
অন্ধকার কুয়াশার রাতে;
সেই পেঁচা সঙ্গীহীন বিরহী পেঁচা।
আজ শুধু নিশ্চুপ আছে;জানিনা কন্ঠে জমেছে কিনা অশ্রু।
ওর স্বকরুন আর্তি আমি টের পাই
ওর নীরব আর্তনাদ আমি বুঝতে পারি;
আত্মা ও হৃদয় দিয়ে।
যে পেঁচা ডাকত একদিন আমার ঘরের খুব কাছে;
জোৎস্নার রাতে
আজ সে বাকরুদ্ধ হয়ে আছে।
সেই পেঁচা সঙ্গীহীন বিরহী পেঁচা;
শব্দ নেই শুধু গায়ের ঘ্রাণ ভেসে
আসে।
এই নীল অন্ধকার রাতেও আমি টের পাই; আর টের পায় চন্দনা নদী।



রচনাকাল 12.04.2004