হুক্কাহুয়া ডাকছে ভুয়া খ্যাক শিয়ালের ছা
পা চাটা খল কুত্তারি দল বাংলা ছেড়ে যা
দেখলে নারী লালা ভারি আসে তোদের জিভে
সঙ্গ পেতে কাব্যে মেতে ফুসলে দিলি কি বে!
চামার যত কালুর মত মুখ পোড়া সব মনু
ন্যাংটাবাদের কাব্য করে না জানি কি হনু!
নেশার চূরে দম্ভ সুরে করিস যতই চাটি
জনতারা হলে খাড়া ভাঙবে দাঁতের পাটি
জেনে রাখিস এই বাংলার পবিত্র এ মাটি
শহীদেরই অমর কাব্যে রক্তে গড়া ঘাঁঁটি
জেগে আছে তন্দ্রাবিহীন দেবে যখন ঘা
গালি কাব্য থেমে যাবে করবি না আর রা!