ক্ষণে ক্ষণে ইচ্ছেরা জন্ম নিয়ে
বোধের আড়ালে মরে যায়
ইচ্ছের মৃত্যু দেখি আর হাসি
অবিনাশি স্বপ্নেরা সরে যায়।
উদার উলংগ কল্পনা তুমি
মরে যাবে বলে এসেছিলে
কাল বোশেখীর মতন
ঝড়ের মাতম তুলে ফিরে যাও।
আকাশের নীল কেশে গেঁথে দেই
তারাদের ফুল অতুল সৌকর্যের নেশায়
বুঁদ হয়ে আদিম আলিঙ্গন চাই।
বধুঁয়ারে খুঁজে মরি অষ্টপ্রহর!
উড়ে গেছে ঈগলের দীঘল ডানায়
ফিরবেনা কৌমার্যের সাথে
এমন রাতে আমি একাকি।
আমার আঙুলে তোমার দুল
বেল ফুল বিছানার পাশে।
তোমার হাতের ছোঁয়া মনে পড়ে
উদাসী চোখে।
সেই কবে হাত ধরে হেটেছিলে যমুনার পাড়
এখনও হাতে গন্ধ লেগে আছে তার।
মনে পড়ে লালপেঁড়ে শাড়ী
সবুজ কোর্তা ছিল গায়।
শব্দহীন মল পড়ে ছিলে পায়।
মুছে গেছে সে পথের ধুলোর সে দাগ
বুকের ভেতর আছে তার শতভাগ
চিহ্ন; আমি বয়ে বেড়াই
চড়াই উৎড়াই তোমার প্রেমের।
বেঁধে রাখি পুরনো স্মৃতিগুলো নতুন ফ্রেমে।
নতুন ইচ্ছেরা আবারো জন্ম নেবে
হয়তো মরবে আবার;
সময়ের হাত ধরে বিলুপ্ত বোধগুলো
হবে না সাবাড়।