আবার ঘুমাব আমি প্রেয়সীর প্রেম ছুঁয়ে
জ্যোৎস্নার গন্ধ মাখা ঘরে কাঁধে তার
হাত খানি রেখে আলগোছে চুলের সুবাস
নেবো নাকে;
ঘুম ভেঙে যাবে তাই কিছু বলবো না তাকে
উড়ে আসা চুলগুলো চোখের পাঁপড়িতে
এসে নাকের উপর এসে সুড়সুড়ি দেবে
নিঃশ্বাসের শব্দ নিঃশব্দে আমি শুনে যাব তার আজ রাত নীরবে তাকে শুধু ভালবাসিবার;


নিখাঁদ ঐ মুখ আজ আমি আর ছোবনাকো
হাতের তালুতে আজ গোল চাঁদ রেখে
দেবো একটুও নড়বো না পূর্ণিমা ঘুম
শেষে আজ তাকে কেমন চমকে আমি দেবো;
হয়তো রেগে যাবে সে কাছে এসেও কেন
তাকে বলবনা প্রেম মুখ খুলে কানে
কানে মিলনের কথা আজ তবু বলবো না;
প্রেয়সীর ঘুম ভেঙে গেলে
আবার ঘুমাবো আমি জ্যোৎস্নার
গন্ধ মাখা ঘরে তাকে পাশে নিয়ে ;