নির্ঘুম চোখ খোজে অন্য আলোক
অন্যলোক; ঘনান্ধরে অঘোরে
অশোক প্রাণ
ব্যাকুল হয়ে ওঠে
কি এক না পাওয়া বোধে।
সুবোধ অনুভুতিগুলো খামচে ধরে
খিলানের স্মৃতী ভরা দালান;
দগ্ধ বিবেক ঝাঁকুনি খেল আজ
বৈরাগী কবির কথায়;
বারবার উচ্চাঙ্গ সেই আবৃত্তি
পূনরাবৃত্তিতে করছে আঘাত!
নিঃশ্বাসের শব্দ শুনি দোয়েলের
শিষের মত;বিষের মত বাঁজে।
নির্ভেজাল যুক্তিগুলো উক্তিগুলো
তারার মত মিটি মিটি হাসে;
আমি জোৎস্না কুঁড়োতে ভুলে গেছি আজ।