কবি হতে পারিনি এখনও শব্দেরা
চারপাশে ঘোরে ফেরে ধাক্কা খায়
আছড়ে পড়ে দেয়ালে দেয়ালে
আলগোছে আবার ঝুলে থাকে
অভিমানে সিলিং এ কখনও;
ভাবনারা ধরা দেয় না জানলার
ফাঁক গলে উবে যায় করতলে
মুষ্টিবদ্ধ করার আগেই হাত ফঁসকে
বেরিয়ে যায় রেলিঙের কাছে
কিছুক্ষণ দাঁড়িয়ে আবার চলে যায় ছাঁদে
তার পিছে ঘুরে মরি মিছে..!!  


তারপর স্মৃতি ছুঁয়ে দেখি পুরোনো তোমার
অস্পষ্ট মুখের ঠোঁট চোখ দুটো উজ্জ্বল আজও;
নাক-কান-চুল-কাঁধ-ললাট ঘোলাটে
আরো কিছু অঙ্গ প্রতঙ্গ প্রতিবিম্ব ধরে
এগিয়ে যাই প্রত্যাখ্যাত প্রেমের কাছে
একটি কবিতার খসড়া বায়না দিলাম বেদনার নীল
রঙ কালো মেঘ অমানিশি প্যাঁচার গোঙানি ভরা
রাতের আঁধার চেরা এক আর্তনাদের কাছে;
কিছু স্মৃতি ধুলো মুছে মুছে আবার
তুলে রাখি অতীতের তাকে;
আফসোস কবি হতে পারিনি এখনও;  
একদিন কবি হবো ঠিক
আমি নই যেদিন কিছু কিছু শব্দ
ভাবনা ছন্দ ছুটবে
আমাকে পেতে পিছু পিছু...!!