কথার খেয়া ঘাটে রেখে
তাকে এক রাতে বললেম তুমি দাঁড় বাও
আমি তোমার দিগন্তের নাও
আমি তোমার তেলেসমাতি
রূপের বাতির আলোয় জীবন করব পাড়  
আমার মুখের শব্দ নিশ্চুপ
জলের ভিতর জল টুপ টুপ
কলকলে একাকার...
তোমার মুখের জোৎস্নার সাই সাই আলো
ঝাঁকে ঝাঁকে নরম আঘাত
চোখ দুটো নিশ্চল
সেই ক্যলেন্ডারের গোল
দাগ দেয়া রাতে
সেই কবিতা কুড়ানোর রাতে
ক্ষুধার্ত চোখ পেট পুড়ে খেয়েছিল
সেই ভরা বোশেখের রাতে
তোমার সুডৌল কবিতার ঈর্ষায় মেতে
আমার কবিতার আত্মহুতি!....