আহা কবিতা! তোর মাংস সুস্বাদু দাঁতে ছিঁড়ে
খাই
সূচালো স্মৃতির পিনপতন নীরবতা ঠেকাতে
আজ
জড়ো হয়ে কবেকার নিরিহ কশেরুকারা হঠাৎ
বেঢং
বিচ্ছিরি দোলায় দুই ঠ্যাঙ আহা কবিতা! তোর
বারান্দায়
কে করিছে খেলাল বত্রিশটি দাঁত কাত করে
ভবিষ্যতের আয়নায় বেছে তুলে আনে
কবিতার চর্বিত আঁশ থুতু মাখা খেলালি কাঠি
কে রেখে যায় আঁটি বেঁধে আহাম্মক জাতীর
তরে?
কার প্রহসনের নাপাক নিঃসরিত ঘন লালায়
কবিতার দেহকে চেটে চেটে খেয়েছে হৃদয়?
উদোম করে রেখে গেছে অনুভব অনুভূতির
উচ্ছিষ্ট ধর্ষিত শব্দমালার শব্দবালার এক মৃত
দেহ....