এক চোখা এক কেহেরম্যানের খিস্তি খেউর শুনে
হঠাৎ আমার ঘুম ভেঙেছে দেখছিলাম তাই গুণে
দেখছি আমি মরছে ব্যাটা করছে আহাজারি
দিন-রাত্রি ধর্ম বুকে দিচ্ছে ক'টা বারি
আজব পাগল গজব মাথায় ঢুকছে একই ভূত
ধর্ম কথা শুনলে ব্যাটার চোখ করে কুতকুত!
ধর্ম মানেই অমানবিক! যুদ্ধ নাকি যুদ্ধ!!
ধর্ম কথা বল্লে পাজির জ্বলে যে গা-শুদ্ধ!!!
দেশ দরদী মুখে মুখে জানে সে সব কে না
ধর্ম মারাই কর্ম যে তার তুলছে মুখে ফেনা
সে ছাড়া নেই কারো বুকেই দেশ-প্রেমটা সহী
ধর্ম নাকি শেখায় কারো হতে দেশদ্রোহী !?
তারই মুখে শুনি এসব গল্প যে আষাঢ়ে
এমন পাগল দেখলে ছোটে আরেক পাগল ষাড়ে!
গাঁজাখুরে কাব্য করে হয়তো হাসান যায়
বস্তাপঁচা সস্তা আবেগ হাত তালিও পায়
তাই বলে তো সত্য কভু যায় না ফুয়ে নিভে
দেশটাকে তাই ন্যাংটা করার লোভ রেখো না জিভে ।