মানুষ আগে পথ হারাতো
আজ হারিয়েছে পথই মানুষ
এখন মানুষকে খুঁজতে হয় না পথ;পথই খুঁজছে মানুষ;
এই সব গিজগিজে রাস্তা আজ
অসহায় তালাক প্রাপ্তা
কুমারির মত শুয়ে আছে কোলাহলহীন স্পর্শহীন বিধবার মতো
ক'দিন আগেও তার বুকে হুমরি খেয়ে পড়তো
চেনা অচেনা স্বদেশী পরদেশী
কত রকম
কত ঢংয়ের রঙের মানুষ;
আজ পথ বড় একা চেয়ে আছে
অন্য পথে
খদ্দেরের পায়ের দিকে
চেয়ে আছে
রাস্তা গুলো বেশ্যার মতো;
উপোষের দিন রাত গুলো
খদ্দের রাখে না খবর....