ধর্ম একটি অনুভূতি দিস যে তাতে আঘাত
এই কি তোর ঐ মানবতা? সেই কি মতবাদ??
ধর্মটাকে ঘেন্না করা হয় যদি এক ধর্ম
মানব মনে আঘাত দেয়াই হয় যদি তোর কর্ম
অনুভূতি ছিঁড়ে নেবার চাস যে অধিকার
এই কি তবে যুদ্ধ করে আনলে স্বাধিকার?
তোমরা নাকি বল্লে সেদিন চাও না বিভাজন!
তবে ধর্ম নিয়ে কটু কথা কেন বাছাধন?
ধর্ম যদি হয়ে থাকে তোমার চোখের বিষ
ধর্ম থেকে থাক না দূরে ক্যান অপবাদ দিস?
প্রতিদিনই ধর্ম ধর্ম এই কি তোমার গেম?
ধর্ম ছাড়া তোমার কি আর নাই কোন প্রবলেম??
অধার্মিকের খবিশ হাতে যত হাতাহাতি
ধর্মিকের ঐ ধর্ম নিয়ে নাইকো মাতামাতি
উগ্রবাদীর ধর্ম আছে!? রক্ত শুধু চাই..
মানুষ নামের পশু তারা ধর্ম তাদের নাই
বরং তারাই শান্তিবাদী ধর্ম ধর্ম যার
ভালোবেসে শুধরে দেবে সেটাই ধর্মাচার...