এই তো এখানেই পড়েছিল
একটা কবিতার খসড়া
একটা নীল কলম
একটা ব্যস্ত রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে
মহামাংস রক্তের ক্বাথ ছেঁচড়ে যাওয়া আঙুল
এক গোছা লাল কালো চুল
মৃত্যু ভন্ডুল জীবনের নিমেষ
মুছে গেছে পুরনো ভুলে যাওয়া অগ্রন্থিত
কিছু হঠাৎ কবিতার ফেনা
মুছে গেছে প্রেম অপ্রেমের নির্ঘাত অনেক দেনা
মুহূর্তে উবে গেছে অনেক অনাগত অপেক্ষমান
কবিতার সারি আজ সব অচেনা অজানার পথে
চলে গেছে কোন এক কবিতার উজ্জ্বল জ্যোৎস্না...