পৃথিবীর যত দেশ, সমুদ্র
যত নদী যত জল
পাহাড় যত, যত ঝর্ণা
আর মরুভূমি
যত পশু-পাখি আছে
বন-জঙ্গল ।


যত রঙ যত ঢং
বিচিত্র কোলাহল
যত সবুজ যত বৃক্ষ আছে যত ফল ।
নদীর গতিপথ
ঝর্ণার কসরত
পাহাড়ের রঙ্
পশু পাখির বসত্ ।
সব কিছু একটু একটু
হয় বদল ।
তোমাকে ছুঁয়ে
কথা দিলাম
আমি কেবল তোমারি আছি
আর তোমারি ছিলাম ।