ভীষন কষ্ট পাই
এইসব ভেবে
একদিন পর হয়ে যাবে
এই মাঠ- এই ক্ষেত
এই ঘাস-ঐ চাঁদ
আর ঐ লক্ষ্ণী পেঁচা ।
আমাকে পর করে দেবে
এই শালিখ-এই ঘুঘু
টুনটুনি- ঐ অশ্বথের গাছ ।
কেন ? কেন এমন হয়না বল?
চিরদিন আমি জেগে রব
সাথে জাগবে ওরা
চিরদিন দেখব ওদের
বালি হাস-কাঁদাখোচা
পানকৌড়ি আর এক দাড় কাক
এবং পথের কুকুর ।
কিন্তু তা হয়না
হয় কি বল?
মাঠ ঘাস চাঁদ পেঁচা
ভেবে ভেবে
দু'চোখ মোছা
বিবর্ণ বালিহাস
দাড়কাক কাঁদাখোচা।
বুকে ব্যাথা অগনন
পথের কুকুর শুঁকছে
পানকৌড়ির মন ।