তুমি আমি একদিন আর
বসবনা এ নদীর চরায়
নরম বালির বুকে;
তবু এই সব বালিহাঁস
হংস মিথুন;
এখানে আসবে হাঁটবে
হলুদ পায়ে;
ভাসবে নরম নীল জলে
পাশাপাশি;
আমরা হয়ত ভুলে যাব
মৃত্যুর অন্ধকার বিস্বাদে
একদিন;
তবু এরা বেঁচে রবে
মনে রাখবে আমাদের কথা ।
ওরা খুঁজবে কোন এক
পাল তোলা নায়
নব দম্পত্তির অচেনা মুখে;
যারা চলে যায় অস্পষ্ট দূর
কুয়াশার গাঁয়ে ।
আমরা হয়ত তখন মরে গেছি
দুটি মরাল আর মরালী হয়ে।