ঘাস ফরিঙের
নরম দেহের মত
প্রজাপতীর উজ্জল
ডানার মত
গাং শালিকের চকচকে
চোখের মত
বহুরূপী স্বপ্নের মত
তোমার হৃদয়ের আকাশ ।
কলাবতী নয়
কলকে ফুল নয়
কুলঞ্জন নয়
লজ্জাবতীর মত
তোমাকে ছুয়ে দেখা সর্বনাশ!
ভেরেন্ডা ফুলেও মৌমাছি বসে
ধুতুরা ও দাঁতরাঙা ফুলেও
হয়ত আসে ।
কাক ডুমুর
হয়ত খায়না কাকে
কানাকুয়া কাঠঠোকরা অঞ্জন
অথবা সাদা কাকে হাসে ।
আমি শুধু হাস্যহীন
লাস্যহীন বদনে
তোমার পোষা চন্দনার মনে
ধূসর ধুলি মুছে
ধূঁপ জ্বেলে দেই ।
বাবুই পাখি
আর টুনটুনির মত
ছোট ছোট সাধগুলি
গেঁথে গেঁথে
তবু বাসা বেঁধে নেই ।