তুমি নেই;
চারিদিকে নিঃঠুর অন্ধকার
খিচিয়ে তোলে হৃদপিন্ড
অজগরের পেটের ভেতরের
তিমির; তিমির পেটের ভেতরের
থেকে বেশি নয়; তুমির থেকে তুই
বেশিই আপন।
তাই এলি তুই;
শিশির মাখা চালতার শরীর তোর ঠোটের মত মোলায়েম নয়;
পাখির পালক তোর আঙুল আমার চুল; আমার ঠোট
পাখির চঞ্চুর মত ধারালো;
উৎভট প্রেম এক গরলের মত
পেয়ালায়; চোখের ভেতরের স্বচ্ছ কাঁচ পানি বড্ড তেতো;
হাতের স্পষ্ট রেখা স্পর্শ করি
তাই মৃগী রোগীর মত পাগল হয়ে যাস; ভ্রু যুগল আলতো করে ছুঁয়ে দিলে তুই সত্যিই পাগল হবি নাতো?
তোর কপোলের টীপ খুলে মাংসল পিঠ চাঁপড়ে পায়ের আঙুল বিনুনি করে দিলে পাগলামি
যাবে তো? নাকি সমস্ত শর্বরী
বন্দী করে রাখবি তবু আমায় তোর
পিঞ্জরে সখি? কি জানি তোর বুকের অন্ধকার কত সুন্দর!