আজকের ঘুম হতে পারে
শেষ ঘুম তাই
জীবনের এক দ্রুত
সংক্ষিপ্ত হিসেব মেলাই
কতটুকু অর্জন নাকি শুধু
গর্জনই করে গেলাম;
বর্জন করে গেলাম
পঁচা এ অতীত।
পতিত জীবনে ফলানো
হল কী কী ঘাস!
নাকি শুধু করে গেলাম
ব্যার্থ কবিতার চাষ!
ভালবাসা হল কি
তৃপ্তিময় মানসীর কাছে?
কতখানি সুখ পেল
মন দিয়ে সে??
নাকি, শুধু দায়সারা
প্রেমের নাটক
করে গেছি, পড়ে গেছে
কবিতার পাঠক!
কত আর করে গেছি
কাজ ঠিকঠাক
ঐ পাড়ে চলে গেলে
আগুনের ঝাঁক!
সইতে পারবনা প্রভু
ক্ষমা করে দিও
নইলে খোদা সইবার
ক্ষমতাটি দিও।