যে কবিতা লেখা হল বিবাগী বেয়োনোটে;
তিরিশ লক্ষ দেহের দূর্লভ কালিতে
থোকা থোকা ছোঁপ ছোঁপ
কবিতার চরণ;
বুলেটের বুক ঝাঁঝরা করা
তীব্র শব্দে গাঁথা;
গেরিলা ছন্দের লাশের গন্ধের
মৃত সব শব;
প্রিয় মুখ জোড় করে
মাটিতে চাপা দেওয়া;চাপা কষ্ট
অশ্রু,প্রিয়ার সম্ভ্রমে মাখা
বুক ফাটা চিৎকার বুটের আঘাত গুলির একটানা আওয়াজ প্রতিরোধের তীব্র বাসনা
মুক্তির বজ্র শপথে
কুলি মজুর ডাক্তার নার্স
বাউল মাঝি জেলে ছুঁতোর
কামার ছাত্র
বাউন্ডুলে বেকার এমনি কোটি মানুষের সম্মিলিত কলমের আঁচড়ে লেখা একটি কবিতা
যার শিরোনাম ছিল "স্বাধীনতা"।
একটি দেশ;মুক্ত পতাকা ওড়ার আবেশ;
আমার বালাদেশ।
ক'জন জানে
ক'জন বোঝে
এই কবিতার কত ঋণ?
আজ কবিতার দুর্দিন!