ব্যাথাগুলো আজ হঠাৎ গাঁট ছাড়া
ঘর বেঁধেছে আকাশের নীলে
টুনটুনি নয় চিলে
খেয়ে গেছে হদয়ের প্রেম গিলে;
আর্তনাদের বিলে সাঁতার কাটে
আজ ছোট ছোট স্বপ্নের পোনা;
হঠাৎ কোথ্থেকে একাকিত্তরা এসে
করছে অন্ধকারে আনাগোনা।
গাঁটছাড়া ব্যাথাগুলো নড়াচড়া করে
বারবার চোখের ভিতরে মেলে ডানা;
থেমে থেমে বুক থেকে নামে কোমরে
অদৃশ্য হাত যেন তোমার
"ইলিয়ড" লিখে যায় হোমার!
উপন্যাস শেষ হয়,ইতিহাস হয়
আমার দুঃখ তবু আমারি রয়!
বৃষ্টিরা ধুয়ে নিবে আকাশ
হয়ত এক সময় গলে যাবে মেঘ
হয়ত জুড়িয়ে দেবে বাতাস
সকল কষ্ট আবেগ
আরো স্পষ্ট আর চকচকে
হয়ে উঠবে আমার হৃদয়
আরো গাঢ় লাল টকটকে
হবে; আমার চক্ষুদ্বয়!