কলম থমকে আছে
বিবেকের হ্যাঙ্গারে ঝুলে আছে
কবিতার লজ্জা ঢাকার পিরহানখানি;
পড়ে আছে শুকনো ফুলদানি।
সুখতলায় পুরনো পেরেক
বের করে দিয়েছে সুচালো ঠোট;
এক ঝাঁক দোটানা বিকট
দাঁত বের করে খিলখিলিয়ে হাসছে
মাথার ভিতর প্রশ্নবোধক হাইফেন!
অনর্গল ইতর বিউগল বাঁজিয়ে চলছে
দুঃসময়ের সাইরেন;
কেউ কবিতা জুড়ছে
কেউবা ছিঁড়ছে;
ভাঙছে ভাবনার বৃন্ত কেউ
মটমট শব্দে আঙ্গুল ভাঁজাচ্ছে কেউ
চোখের কিনারে কিনারে!
ঘেউ ঘেউ করছে অচেনা অনেক কুকুর
স্মৃতী শৌধে শহীদ মিনারে মিনারে।